Sylhet Today 24 PRINT

মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, বড়লেখায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি |  ১৬ মে, ২০১৯

প্রতিষ্ঠানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি এবং ওজনে কম দেওয়ার অপরাধে মৌলভীবাজারের বড়লেখায় পাঁচ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রমমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ মে) উপজেলার কাঠালতলী বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আদালত পরিচালনা করা হয়েছে।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

ভ্রমমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কাঠালতলী বাজারে ভ্রমমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় প্রতিষ্ঠানগুলোতে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি এবং ওজনে কম দিতে দেখা গেছে। এই অভিযোগে ভ্রমমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজারের সোনার বাংলা মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা, মাখন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, ফরিদপুর মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা, আজমেরী মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা, মারুফ এন্ড মুন্না ভেরাইটিজ ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.