Sylhet Today 24 PRINT

হাকালুকি হাওরে পলোতে আটক ২৭ কেজির বোয়াল

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৮ মে, ২০১৯

মৌলভীবাজারের হাকালুকি হাওরে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের বোয়াল মাছ। মাছ দেখতে ভিড় জমিয়েছেন আশেপাশের লোকজন।

শুক্রবার হাকালুকির জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা আবু সাইদ স্বপনের পলোতে এই মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, এলাকার বিভিন্ন বয়সী মানুষ মিলে হাকালুকির জুড়ী অংশে পলো নিয়ে মাছ ধরতে যান বিভিন্ন বয়সী লোক। এই সময় স্বপনের পলোতে এই বোয়ালটি ধরা পড়ে।

আবু সাইদ স্বপন জানান, হাকালুকি হাওরে পলো নিয়ে মাছ ধরতে এই মাছটি ধরা পড়ে। এটির ওজন ২৭ কেজি। পরে মাছটি বাড়িতে নিয়ে আসলে আশপাশের লোকজন মাছটি একনজর দেখতে ভিড় জমান।

তিনি আরও জানান, এত বড় বোয়াল সাধারণত পাওয়া যায় না। যেহেতু আমি পেয়েছি তাই একা না খেয়ে আত্মীয়স্বজনদের ভাগ করে দিয়েছি।

জুড়ী উপজেলার মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসেন জানান, এখন মাছের প্রজনন মৌসুম। মা মাছ ডিম ছাড়ার উদ্দেশ্যে হাওরে স্রোতের বিপরীতে ছুটতে ছুটতে আশেপাশের ছোট খাল-বিলে তারা আশ্রয় নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.