Sylhet Today 24 PRINT

সিলেটে চা শ্রমিক হত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক |  ২০ মে, ২০১৯

সিলেট শোক ও শ্রদ্ধায় নানা প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে 'চা শ্রমিক হত্যা দিবস' পালন করা হয়েছে।

সোমবার (২০ মে) সকালে সিলেটের মালনীছড়া চা বাগানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন চা-শ্রমিকসহ প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে তারা কালো ব্যাচ ধারণ করে তারা শোক র‍্যালি করেন।

সাধারণ চা শ্রমিকদের পাশাপাশি র‍্যালিতে অংশ নেন চা শ্রমিক ফেডারেশন, বাসদ, ছাত্রফন্টের নেতাকর্মীরা।

এ সময় চা শ্রমিক নেতৃবৃন্দ জানান, উনবিংশ শতকের মাঝামাঝি নানা প্রলোভন দেখিয়ে ব্রিটিশরা ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে শ্রমিকদের নিয়ে আসে। কিন্তু তাদের অমানুষিক পরিশ্রম করাতে থাকে, বিনিময়ে তাদের জুটেনি ন্যূনতম মজুরি ও ভাত-কাপড়ের নিশ্চয়তা। তাই ১৯২১ সালের ২০ মে 'মুল্লুকে' বা স্বদেশে ফেরার জন্য প্রায় ৩০ হাজার শ্রমিক সিলেট অঞ্চল থেকে পায়ে হেটে চাঁদপুর রেলস্টেশন ও মেঘনার তীরে পৌঁছালে সেখানেই তাদের ওপর গুলি চালায় ব্রিটিশরা। এ সময় হাজারো চা শ্রমিক নিহত হন। মরদেহগুলো মেঘনার জলে ভাসিয়ে দেওয়া হয়।

ঐতিহাসিক এই দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ভূমি ও চিকিৎসার অধিকার নিশ্চিতের দাবি জানান বক্তারা।

এছাড়াও সিলেটের বিভিন্ন অঞ্চলের চা বাগানে দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.