Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী দ্বন্দ্ব নিরসন ও মধ্যস্থতা বিষয়ক প্রশিক্ষণ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২০ মে, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কারিতাস সিলেট অঞ্চলের আয়োজনে ও সক্ষমতা প্রকল্পের বাস্তবায়নে দুই দিনব্যাপী দ্বন্দ্ব নিরসন ও মধ্যস্থতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ মে) সকাল ১০টায় কারিতাস টেকনিক্যাল স্কুল মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জজ কোর্টের আইনজীবী পংকজ সরকার, আইনজীবী বিমল লংডকিরি ও সিলেটের পাসকপ এর নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র।

প্রশিক্ষণে মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেন কারিতাস এর ট্রেনিং ও ডকুমেন্টস জুনিয়র কর্মসূচি কর্মকর্তা চয়ন চক্রবর্তী।

এতে আরও উপস্থিত ছিলেন সক্ষমতা প্রকল্প কর্মকর্তা মোখলেছুর রহমান, ফিল্ড এ্যানিমেটর ফাসবন পলেং ও লছমি নারায়ন।

সোমবার (২০ মে) আইনজীবী সুবিমল লংডকিরি ও পাসকপ এর নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্রের আলোচনার মধ্য দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।

প্রশিক্ষণে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত প্রতিনিধি, খাসিয়া পুঞ্জির প্রতিনিধি, যুব সংগঠন প্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দসহ প্রায় ২০ জন অংশগ্রহণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.