Sylhet Today 24 PRINT

চা শ্রমিক হত্যা দিবসে চা শ্রমিক ফেডারেশনের শ্রদ্ধা

সিলেটটুডে ডেস্ক |  ২০ মে, ২০১৯

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ২০মে উপলক্ষে তারাপুর চা বাগানে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।

সোমবার ( ২০ মে) সকাল ৮টায় ও পুষ্পস্তবক অর্পন শেষে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হন চা শ্রমিকরা।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সহসভাপতি নিপা মোধির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর।

এসময় উপস্থিত ছিলেন চা শ্রমিক ফেডারেশনের সুরঞ্জিত মোধি, মন্টু মোধি, চৈতন দাশ, বিষ্ণু, নিলা দাশ, ছাত্র ফ্রন্টের পল­ব কর, মলয় চক্রবর্তী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বৃটিশ মালিকদের প্রতারণা, বঞ্চনা, শোষণের বিরুদ্ধে দীর্ঘ সময় নিয়ে গড়ে উঠে এক ঐতিহাসিক আন্দোলন, যা 'মুল্লুকে চলো' আন্দোলন নামে পরিচিত। ১৯২১ সালের ২০মে তারিখে ঘটে তার চূড়ান্ত পরিনতি। এই সময়ের মধ্যে বৃটিশ-পাকিস্তানীদের তাড়িয়ে দিয়ে স্বাধীনতার ৪৮বছর পার হয়ে গেলেও চা শ্রমিকদের বঞ্চনার পরিসমাপ্তি ঘটেনি। আজও বেঁচে থাকার মতো মানবিক মজুরি নিশ্চিত হয়নি। এসময় বক্তারা অবিলম্বে, চা শ্রমিকের দৈনিক মজুরি ৪০০টাকাসহ সাত দফা দাবি মেনে নেয়ার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.