Sylhet Today 24 PRINT

সিলেটে ইস্টিকুটুম রেস্টুরেন্টসহ ৪ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২১ মে, ২০১৯

সিলেট নগরীর আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে আম্বরখানা এলাকার ইষ্টিকুটুম রেস্টুরেন্ট, মধুবন মিষ্টি বিপণীসহ চারটি প্রতিষ্ঠানকে নানা অনিয়মের কারণে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের জন্য ইষ্টিকুটুম রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং মধুবন মিষ্টি বিপণীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ের বাসমতি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং নোংরা পরিবেশে ইফতারি পরিবেশনের জন্য হাবিব রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.