Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় শুরু

কমলগঞ্জ প্রতিনিধি |  ২১ মে, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় করা শুরু করেছে সরকার। যা চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

মঙ্গলবার (২১ মে) বিকেল ৪ ঘটিকায় শমশেরনগর খাদ্য গুদাম প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড মো আব্দুস শহীদ এমপি এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তকবীর হোসেন, শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকির আহমদ খান, কৃষক, মিলারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শমশেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকির আহমদ খান জানান, কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত প্রান্তিক চাষিদের কাছ থেকে প্রতি টন ২৬ হাজার টাকা দরে এই ধান কিনবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.