Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে শশ্মানের পাশে ৫শ’ মরা মুরগী

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২২ মে, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালিঘাট চা বাগানের শ্মশানঘাট এলাকায় প্রায় পাঁচ শতাধিক মরা মুরগি ফেলে গেছে অজ্ঞাত ব্যক্তিরা। মরা মুরগির দূর্গন্ধে আশেপাশের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বুধবার সকালে স্থানীয় শশ্মানঘাটের পাশে মরা মুরগী পড়ে থাকতে দেখেন।

শ্রীমঙ্গল কালিঘাট চা বাগানের বাসিন্দা পলাশ কান্তি দে জানান, সকাল বেলা এই জায়গার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্গন্ধের কারণে মানুষ দূর্ভোগে পরে। তিনি আরও জানান, ধারণা করছি রাতের আঁধারে কে বা কারা শত শত মরা পোল্ট্রি মুরগী এখানে ফেলে গেছে।

স্বাস্থ্য বিভাগ, সিলেটের অবসরপ্রাপ্ত পরিচালক ডা. হরিপদ রায় বলেন, মরা মুরগি এভাবে খোলা জায়গায় ফেলার কারণে এর জীবানুগুলোবাতাসে ছড়িয়ে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে। এতে শ্বাসজনিত রোগের সৃষ্টি হতে পারে। তাছাড়া বৃষ্টির পানিতে এই মরা মুরগীর জীবানুরা ছড়া বা নদীর পানিতে গিয়ে মিশবে। সেই পানি ব্যবহার করলে ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত রোগের কবলে পড়বে। তাই মরা মুরগি মাটিতে গর্ত করে পুতে ফেলা দরকার।

ফিনলে টি কালিঘাট চা বাগানের ডিজিএম সৈয়দ সালাউদ্দিন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালিঘাট চা বাগানের আউট সাইডে কে বা কারা রাতের অন্ধকারে মরা মুরগি ফেলে চলে গেছে। আমরা বিষয়টি জানার সাথে সাথে কোম্পানির লোক লাগিয়ে সব মরা মুরগি বড় গর্ত করে পুতে দিয়েছি। এ ব্যাপারে আমরা শ্রীমঙ্গল থানায় একটি সাধারন ডায়েরিও করব৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.