Sylhet Today 24 PRINT

ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার ও শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০২ জুন, ২০১৯

আখাউড়া-সিলেট রেলপথের কুশিয়ারা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে ৷

রোববার (২ জুন) সকাল সোয়া ৯টায় ঢাকা থেকে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেসের বগি রশিদপুরে লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম ও শমসেরনগর স্টেশন মাস্টার কবীর আহমেদ।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার কাজী শহীদুর রহমান বলেন, আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে একটি রিলিফ ট্রেন কুশিয়ারা এক্সপ্রেসটি উদ্ধার করতে রওয়ানা দিয়েছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ জানান, ঢাকা থেকে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি রশিদপুর স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে দুটি বগিসহ এর ইঞ্জিন লাইনচ্যুৎ হয়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জে এবং সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে ইতোমধ্যে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.