Sylhet Today 24 PRINT

সিলেট-সুনামগঞ্জ রুটে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৩ জুন, ২০১৯

পরিবহন মালিক-শ্রমিকদের আপত্তি আর ধর্মঘটের মধ্যেই সিলেট-সুনামগঞ্জ রুটে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস। সোমবার দুপুরে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

সোমবার দুপুরে সুনামগঞ্জ বাসস্টেশনে এ বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, পৌর মেয়র নাদের বখতসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

একইসময়ে সিলেটের কুমারগাও বাস টার্মিনাল থেকে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।

উল্লেখ্য, সরকারী প্রতিষ্ঠান বিআরটিসির এই বাস সার্ভিস চালুর প্রতিবাদে সোমবার সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রেখেছে মালিক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। ফলে সকাল থেকে ঈদে ঘরমুখো মানুষজন চরম ভোগান্তিতে পড়েন।

বিআরটিসি বাস উদ্বোধনকালে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, আমরা এখন সরাসরি সিলেট-সুনামগঞ্জ সড়কে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান বিআরটিসি দিয়ে যাত্রীসেবা শুরু করেছি। আমরা ব্যবসা করতে চাই না। কিন্তু বাস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে যারা বলেছে তাদের সঙ্গে পরামর্শ না করে বাস নামানো হলো কেন সেই ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি আমরা ব্যবসা করছিনা। আপনারা ব্যবসা করছেন। আর আপনার ব্যবসা করতে গিয়ে আপনাদের লাইসেন্স, কাগজপত্র আছে কি না দেখার দায়িত্ব আমাদের। আমাদের হাতে শক্তি আছে। সেই শক্তি ব্যবহার করতে বাধ্য করবেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.