Sylhet Today 24 PRINT

১২ ঘন্টা দুর্ভোগের পর সিলেট-সুনামগঞ্জ রুটে পরিবহন ধর্মঘট স্থগিত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৩ জুন, ২০১৯

১২ ঘন্টা দূর্ভোগের পর সিলেট-সুনামগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘট স্থগিত করেছে পরিবহন মালিক শ্রমিকরা। সোমবার বিকেল চারটায় ধর্মঘটন স্থগিতের কথা জানান সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হক।

সিলেট-সুনামগঞ্জ রুটে বিআরটিসি'র বাস সার্ভিস চালুর প্রতিবাদের সোমবার ভোর থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডেকেছিলেন তারা।

রবিবার রাতে বৈঠক করে ঘোষণা দিয়ে সরকারি বিআরটিসি বাস চালুর প্রতিবাদে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক শ্রমিকরা। ধর্মঘটের কারণে দিনভর দূর্ভোগ পোহান যাত্রীরা। ঈদে বাড়ি ফেরা যাত্রীরা পড়েন সবচেয়ে দুর্ভোগে।

দুপুরে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধনকালে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানও এ ধর্মঘটে ক্ষোভ প্রকাশ করেন। পরিবহন মালিক শ্রমিকরা নৈরাজ্য থেকে ফিরে না আসলে প্রয়োজনে সরকার শক্তি দেখাতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন তিনি।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.