Sylhet Today 24 PRINT

জুড়িতে নদী ভাঙ্গন, পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড

জুড়ী প্রতিনিধি |  ০৮ জুন, ২০১৯

পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম শিলুয়া এলাকায় জুড়ি নদীতে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে স্থানীয় বেশ কয়েকটি পরিবারের ঘরবাড়ি ও ফসলি জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। শনিবার (৮ জুন) দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় নির্বাহী প্রকৌশলী রমেন্দ্র শংকর চক্রবর্তী।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় উপসহকারী প্রকৌশলী মোঃ খুরশেদ আলম, মোঃ হাসান পারভেজ রিয়াদ, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সরদার, পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও হাকালুকি নিউজ ডটকম এর প্রকাশক এস এম জালাল উদ্দিন, ইউপি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অটল কৃষাণ সিং সিবেন, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন রশীদ রাজী, ইউপি সদস্য দুলাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ, বঙ্গবন্ধু ছাত্রপরিষদের সভাপতি আবুল হোসেন সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় নির্বাহী প্রকৌশলী রমেন্দ্র শংকর চক্রবর্তী বলেন, নদী ভাঙ্গন রোধে এই এলাকায় শীঘ্রই স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.