Sylhet Today 24 PRINT

আ.লীগের প্রার্থী মিজানের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের মানববন্ধন

হবিগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৯ জুন, ২০১৯

হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মিজানুর রহমান মিজানকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (৯ জুন) দুপুরে জেলা যুবলীগের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন যুবলীগ নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত পৌরসভা নির্বাচনে মিজানুর রহমান মিজান আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন। যে কারণে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। অথচ হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে তাকেই মনোনয়ন দেয়া হয়েছে। যার কারণে যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হতাশ।

উল্লেখ্য, ২৪ জুন হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিগত সংসদ নির্বাচনে পৌর মেয়র জিকে গউছ মেয়র পদ থেকে পদত্যাগ করে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে মেয়র পদটি শূন্য হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.