Sylhet Today 24 PRINT

খরচ কমাতে ও ফসলের উৎপাদন বৃদ্ধি করতে কৃষকশুমারি শুরু

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুন, ২০১৯

খরচ কমাতে ও উৎপাদন বৃদ্ধি করতে কৃষকশুমারি শুরু হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মীর নূরুল আলম।

সোমবার (১০ জুন) বিকেলে সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় চূড়ান্ত জাতীয় কর্মশালায় এ কথা জানান তিনি।

তিনি আরও বলেন, কৃষিতে উৎপাদন বেড়েছে কিন্তু এখন কৃষক তার ন্যায্যমূল্য পাচ্ছেন না। একই খরচে উৎপাদন দ্বিগুণ করার জন্য নতুন প্রকল্পের চিন্তা করছে সরকার। তাই আধুনিক কৃষি ও যান্ত্রিক কৃষির প্রতি জোর দেওয়া হচ্ছে, যাতে কম খরচে অধিক ফসলের উৎপাদনে কৃষক তার ন্যায্যমূল্য সমন্বয় করতে পারেন।

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগের কৃষি সংশ্লিষ্ট সকল দপ্তরের জেলা ও উপজেলার কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা এই কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, এই প্রকল্পের আওতায় গত কয়েক বছরে সিলেট বিভাগে অনাবাদী প্রায় ৫০ হাজার হেক্টর কৃষি জমি চাষের আওতায় এসেছে। এতে উৎপাদিত হচ্ছে অন্তত ৫শ কোটি টাকার ধানসহ বিভিন্ন রবি শস্য।

কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.