Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি |  ১০ জুন, ২০১৯

মৌলভীবাজারে অতিরিক্ত দাম নেওয়া, প্রতিশ্রুত সেবা যথাযথ ভাবে না দেওয়া, অবহেলার দ্বারা সেবা গ্রহীতার অর্থহানি ঘটানো অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করে তা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়।  ৫ জনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করে ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।    

বিভিন্ন অভিযোগে লিটন এন্টারপ্রাইজকে ৪,০০০ টাকা, পাল ট্রেডার্স ৪,০০০ টাকা, শাফী ইন ফার্মেসী ৬,০০০টাকা, শ্রীমঙ্গল ফার্মেসীকে ৪০০০ টাকা  ও কেয়ার হাসপাতালকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার (১০ জুন) অভিযোগকারীদের জরিমানার ২৫% প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

অভিযোগকারী রাব্বি আহমদকে ১,০০০ টাকা, মোহন মিয়াকে ১,৫০০ টাকা, মীর রোমানা আক্তার সিপাকে ১,০০০ টাকা ও  গীতা রাণী কানুকে  ১০,০০০ টাকা প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের, মৌলভীবাজার জেলা কার্যালয়ে বসে উক্ত অভিযোগগুলো নিষ্পত্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.