Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে প্রতীক পেলেন মেয়র প্রার্থীরা

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ জুন, ২০১৯

হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রির্টানিং কর্মকর্তা।

আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিজানুর রহমান মিজানকে নৌকা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসানকে জগ, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুকে নারিকেল গাছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মর্তুজ আলীকে চামচ এবং বিএনপি নেতা এম ইসলাম তরফদার তনুকে মোবাইল ফোন প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন।

চূড়ান্তভাবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। ইতোমধ্যে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন প্রার্থীরা। তাদের মধ্যে একজন বিএনপির, বাকি চারজন আওয়ামী লীগ নেতা। তাই এই সুযোগ কাজে লাগিয়ে একমাত্র প্রার্থীর পক্ষে ভোটার টানতে সরব বিএনপি নেতারা।

এর আগে রোববার প্রার্থিতা প্রত্যাহার করেন পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ তারেক উদ্দিন সুমন ও স্বতন্ত্র প্রার্থী গাজী পারভেজ হাসান।

উল্লেখ্য, সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য হবিগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে গত ২৮ নভেম্বর পদত্যাগ করেন মেয়র জিকে গউছ। ফলে মেয়রের পদটি শূন্য হয়। আগামী ২৪ জুন মেয়র পদের উপ নির্বাচনে ভোটগ্রহণ হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.