Sylhet Today 24 PRINT

৫০০ বছরের পুরনো শিববাড়িতে চুরি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১১ জুন, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫০০ বছরের পুরাতন ঐতিহ্যবাহী নির্মাই শিববাড়িতে চুরি সংঘটিত হয়েছে।

সোমবার রাতে মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙে পূজার কাজে ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র ও টিউবওয়েল চুরি যাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় রিপন দাশ জানান, সকালে মন্দিরে এসে প্রধান ফটকটি খোলা ও টিউবওয়েল চুরির বিষয়টি দেখতে পাই। পরে আমরা মন্দির পরিচালনা কমিটিকে বিষয়টি অবহিত করি।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জহর তরফদার ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক হরিপদ রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু থালা বাসন ও টিউবওয়েলের মাথা চুরি গেছে। আমাদের সোর্স লাগানো আছে। আশা করছি অচিরেই আমরা দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

তবে এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.