Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জ প্রতিনিধি |  ১১ জুন, ২০১৯

হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় সরকারী জায়গার উপর গড়ে উঠা প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেন রুবেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেন রুবেল জানান, এক শ্রেণীর আসাধূ ব্যক্তিরা দীর্ঘদিন যাবত শহরের বিভিন্ন এলাকায় সরকারী জায়গা ড্রেন, খাল ও পুরাতন খোয়াই নদীর উপর অবৈধ ভাবে স্থাপনা নির্মান করে ভোগ দখল করে আসছিল।

ফলে সামান্য বৃষ্টি হলেই শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। তাই জলাবদ্ধতা নিরসন ও সরকারী জায়গা দখলমুক্ত করতেই এ অভিযান পরিচালানা করা হয়েছে। যা অব্যাহত থাকবে। অভিযানকে সহযোগীতা করেন সদর মডেল থানার একদল পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.