Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর থেকে আমদানি নিষিদ্ধ বিড়ি ও সিগারেটসহ গ্রেপ্তার ১

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০১৯

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশী বিড়ি ও সিগারেটসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সৈয়দ আলী (৪২)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আগুনকোনা গ্রামের মৃত সৈয়দ আয়াজ আলীর ছেলে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সৈয়দ হাসনুর (৩৬) নামের একজন পালিয়ে যায়।

বুধবার (১২ জুন) সকাল সাড়ে আটটার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন সৈয়দপুর আগুনকোনা সাকিনে সৈয়দ হাসনুর এর বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় ২ লক্ষ ৬৩ হাজার ৬০০ পিস সিগারেট ও ৩ লক্ষ ৩৬ হাজার ৫৫০ পিস বিড়ির শলাকা জব্দ করে র‌্যাব।

র‌্যাব ৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন চোরাকারবারি। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.