Sylhet Today 24 PRINT

মর্গে স্বেচ্ছাসেবক লীগ কর্মীর লাশ, দাফনের পর মামলা

বনকলাপাড়ায় গণপিটুনিতে স্বেচ্ছাসেবক লীগ কর্মী হত্যা

নিজস্ব প্রতিবেদক |  ১৩ জুন, ২০১৯

সিলেট নগরীর বনকলাপাড়ায় জনতার গণপিটুনিতে খুন হওয়া স্বেচ্ছাসেবক লীগ কর্মী দুদু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ দাফনের পর মামলা করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বুধবার রাতেই দুদু মিয়ার লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

এয়ারপোর্ট থানার ওসি শাখাওয়াত হোসেন জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহত দুদু মিয়ার ভাই হাসিম খান বলেন, লাশ পাওয়ার পর জানাজা ও দাফনের সময় ঠিক করা হবে।

পরিকল্পিতভাবে তার ভাই দুদু মিয়াকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। দাফনের পরই এ ঘটনায় মামলা করবেন তারা।

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বনকলাপাড়া গোলপা মিয়া পয়েন্টে দুদু মিয়াকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.