Sylhet Today 24 PRINT

আগামী অর্থ বছরে ঢাকা-সিলেট সড়ক চার লেন প্রকল্পের কাজ হবে: সড়ক সচিব

নিজস্ব প্রতিবেদক |  ১৫ জুন, ২০১৯

আগামী অর্থ বছরে ঢাকা-সিলেট হাইওয়ে চার লেন প্রকল্পের কাজ শুরু করতে সড়ক বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

শনিবার সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিএ সিলেট ও বিআরটিসি সিলেট ডিপো এর কার্যক্রম সম্পর্কে গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সচিব বলেন, বিভিন্ন স্থানে ফ্লাইওভার নির্মাণসহ বেশ কিছু কারিগরি বিষয় সম্পাদন করা হচ্ছে। এগুলো শেষ হলেই প্রধানমন্ত্রী ঘোষিত এই প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সমাপ্ত করা হবে।

শনিবার (১৫ জুন) দুপুরে নগরীর রায়নগরস্থ সওজ সিলেট জোন চত্বরে এ গণশুনানীর আয়োজন করা হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত গণশুনানীতে বক্তারা সড়ক ও মহা সড়কের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের হালনাগাদ তথ্য উপস্থাপন করেন সংশ্লিষ্টরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.