Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে লাইসেন্সবিহীন শতাধিক মোটর সাইকেল আটক

হবিগঞ্জ প্রতিনিধি  |  ১৫ জুন, ২০১৯

হবিগঞ্জ শহরে কাগজ ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে অন্তত শতাধিক মোটরসাইকেল আটক করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে এগুলো আটক করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি মোটর সাইকেল চালকরা শহরে বেপরোয়া হয়ে উঠেছে। দিন-দুপুরে বৈধ-অবৈধ মোটর সাইকেল নিয়ে যুবকরা শহরে বেপরোয়াভাবে চলাচল করে। এছাড়া প্রায় সময়ই স্কুল কলেজের কম বয়সী শিক্ষার্থীরাও মোটর সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। তাই মাসব্যাপী অবৈধ ও কাগজপত্রবিহীন সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। শনিবার সকালে সদর থানার মোড়, কোর্ট স্টেশন পয়েন্ট, কলেজ রোড, চৌধুরী বাজার, বাইপাস সড়কসহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় অন্তত শতাধিক মোটরসাইকেল আটক করা হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান জানান- কাগজপত্র ও লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে মাসব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.