Sylhet Today 24 PRINT

নারী ও শিশু নির্যাতন বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে

যৌন হয়রানী নির্মুলকরণ নেটওয়ার্ক সিলেটের সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুন, ২০১৯

যৌন হয়রানী নির্মুলকরণ নেটওয়ার্ক সিলেটের সভায় বক্তারা বলেন সিলেটের নারী, শিশু ও যৌন হয়রানী বন্ধে সমাজের সকল স্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। কারন নারী, শিশু নির্যাতন যে ভাবে বেড়ে চলছে তা বন্ধে সচেতনতার উপর গুরুত্ব দিতে হবে।

ব্রাকের অনুপ্রেরণায় গঠিত যৌন হয়রানী নির্মুলকরণ নেটওয়ার্ক সিলেটের উদ্যোগে মঙ্গলবার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সরকারী অগ্রগামী বালিকা স্কুল এন্ড কলেজে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
 
যৌন হয়রানী নির্মুলকরণ নেটওয়ার্ক সিলেটের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ, ঢাকা  বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ তারেক হাসান, ব্রাকের প্রোগ্রাম ম্যানেজার সাইদা বিলকিছ বার্নী, বাংলাদেশ মহিলা আইনজীবি পরিষদ সিলেটের সভানেত্রী এডভোকেট সৈয়দা শিরিন আক্তার, এডভোকেট জাকিয়া জালাল, ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে, সিলেট সরকারী অগ্রগামী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মমতাজ বেগম, যৌন হয়রানী নির্মুলকরণ  নেটওয়ার্ক সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক ইউসুফ আলী, মোঃ মুহিবুর রহমান, ডাঃ এ.এ.এম সিহাব উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, এডভোকেট মাহমুদা বেগম, জেলা ব্যবস্থাপক কায়েম উদ্দিন পমূখ। সভায় সিলেটে যৌন হয়রানী নেটওয়ার্কের কার্যক্রম পরিচালনায় নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.