Sylhet Today 24 PRINT

বড়লেখায় দুর্যোগ সহনীয় ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

বড়লেখা প্রতিনিধি |  ১৯ জুন, ২০১৯

বড়লেখা উপজেলায় দুর্যোগ সহনীয় পাকা ঘরের কাজ শেষ হওয়ায় পর তা পরিদর্শন করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া গ্রামে প্রতিবন্ধী মাখন আহমদের বাড়িতে নির্মাণ হওয়া এ ঘর পরিদর্শন করেন তিনি।

২০১৮-১৯ অর্থ বছরে টিআর কাবিটা কর্মসূচির বিশেষ বরাদ্দ দ্বারা গ্রামীণ দরিদ্র গৃহহীন জনগোষ্ঠীর জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় এই কাজ হয়েছে। এতে ব্যয় হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা। কাজটি বাস্তবায়ন করেছে প্রকল্প বাস্তবায়ন কার্যালয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, স্থানীয় উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জোবায়ের লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় জেলায় প্রথম বড়লেখায় এই ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে।

এরআগে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় মৌলভীবাজারের জেলা প্রশাসককে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.