Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে এইচআইভি আক্রান্ত ৪৬ জন, সবচেয়ে বেশি আজমিরিগঞ্জে

হবিগঞ্জ প্রতিনিধি  |  ২০ জুন, ২০১৯

হবিগঞ্জে মরণব্যাধি এইচআইভি ভাইরাসে আক্রান্ত মোট ৪৬ জনকে শনাক্ত করা হয়েছে। তারা প্রত্যেকেই চিকিৎসা নিচ্ছেন।

এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা জেলার আজমিরীগঞ্জে সবচেয়ে বেশি। তবে ঠিক কতজন এ উপজেলায় আক্রান্ত রয়েছেন তা জানানো হয়নি।

বুধবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বাধন হিজরা সংঘ আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য প্রকাশ করেন সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী।

তিনি বলেন, হিজরাদেরকে হিজরা বলা উচিত নয়। এ শব্দটির মাধ্যমে তাদেরকে খাটো করা হয়। তাদেরকে তৃতীয় লিঙ্গ বলা উত্তম। আর তাদেরও উচিত যেন তারা মানুষের সঙ্গে ভাল আচরণ করা।

সভায় বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, এনজিও কর্মকর্তা মো. আলমগীর কবির ও সাইফুল হাসান প্রমুখ।

সভায় আরও জানানো হয়, এখনও পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে আড়াই হাজারের মতো এইচআইভি রোগী সনাক্ত করা হয়েছে। তাদের মাঝে এ ভাইরাসের প্রবণতা মারাত্মক আকার ধারণ করছে। এখনও পর্যন্ত সবাইকে পরীক্ষা করা সম্ভব হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.