Sylhet Today 24 PRINT

ট্রেন খালে: চলছে উদ্ধার কাজ

কুলাউড়া প্রতিনিধি |  ২৪ জুন, ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনা কবলিত উপবন এক্সপ্রেস ট্রেনটিকে উদ্ধারে কাজ চলছে সোমবার (২৪ জুন) সকালে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে এ উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজে রেলওয়ে কর্তৃপক্ষকে সহায়তা করছেন পুলিশ ও বিজিবি সদস্যরা।

বর্তমানে ট্রেনের ক্ষতিগ্রস্ত বগিগুলোকে টেনে তোলার কাজ চলমান রয়েছে। অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষের লোকজন বেঁকে যাওয়া লাইনগুলো সোজা করার চেষ্টা করছেন।

দুর্ঘটনায় খালের পানিতে পড়ে যাওয়া ট্রেনের একটি বগিকে এখনও ওপরে উঠানো সম্ভব হয়নি। সেটিকে তুলতে বড় ক্রেন প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) রফিকুল ইসলাম, রেল মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হোসেন ও রেলওয়ে কর্তৃপক্ষের বিশেষজ্ঞ প্রকৌশলীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, কুলাউড়ায় গতকাল রাতে লাইনচ্যুত হয় উপবন এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.