Sylhet Today 24 PRINT

কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি, তদন্ত কমিটি গঠন

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৪ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের প্রধান করণিকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলে তাকে অপসারণ দাবিতে দিনভর কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা।

বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল পর্যন্ত শ্রমিকরা দাবিতে অনড় থাকার পর শ্রম অধিদপ্তর ও চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের উপস্থিতিতে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি  সাত দিনের মধ্যে প্রতিবেদন প্রদানের পর ব্যবস্থা গ্রহণের আশ্বাসে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেন।

তবে অভিযুক্ত করণিক এ বিষয়ে কিছুই জানেন না এবং তদন্তের পর সত্যতা বেরিয়ে আসবে বলে দাবি করেন।

চা বাগান সূত্রে জানা যায়, এম আহমেদ গ্রুপের ফুলবাড়ি চা বাগানে অস্থায়ী শ্রমিকদের তালিকা থেকে ১০ জন শ্রমিককে স্থায়ীকরণের উদ্যোগ নেয়া হয়। ৬ জনকে স্থায়ীকরণ করা হলেও অবশিষ্ট চারজনকে স্থায়ীকরণ নিয়ে শ্রমিকদের পক্ষ থেকে বাগানের প্রধান করণিক সায়েদ আহমদ এর বিরুদ্ধে অর্থ আদায়ের মৌখিক অভিযোগ উঠে। এ ঘটনা নিয়ে শ্রমিকরা গত বুধবার কর্মবিরতি পালন করে।

চা বাগান শ্রমিক ও ইউনিয়ন নেতৃবৃন্দের অভিযোগে জানা যায়, ফুলবাড়ি চা বাগানের প্রধান করণিক শ্রমিক তালিকায় স্থায়ীভাবে নাম অন্তর্ভুক্তির জন্য প্রায় দেড় মাস আগে বাগানের কেসবতী বাউরী, মনি রিকিয়াশন, আশা মাহালি ও জীবন সাওতালের কাছ থেকে ৬৭ হাজার ৫শ’ টাকা অর্থ আদায় করেন। দীর্ঘদিনে তালিকায় নাম অর্ন্তভুক্তি না হওয়ায় শ্রমিকরা বিষয়টি নিয়ে বাগান ব্যবস্থাপকসহ বিভিন্ন মহলে মৌখিক অভিযোগ তোলেন।

কেশবতি বাউরী, মনি রিকিয়াশনসহ চার জন শ্রমিক অভিযোগ করে বলেন, আমাদের লোকদের স্থায়ীকরণ তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সায়েদ আহদের কাছে বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করে ৬৭ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়।   

এ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সকাল থেকে সকল শ্রমিকরা চা বাগান অফিসের সামনে জড়ো হয়ে  কর্মবিরতি শুরু করেন। দিনভর কর্মবিরতির সংবাদ ছড়িয়ে পড়লে বিকালে চা শ্রমিক ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ, শ্রীমঙ্গলস্থ শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক ও চা বাগান স্টাফ এসোসিয়েশনের নেতৃবৃন্দরা বাগান ব্যবস্থাপকের সাথে বৈঠকে বসেন।

 বৈঠকে বিষয়টি তদন্তের জন্য চা শ্রমিক ইউনিয়ন এর মনু-ধলই ভ্যালী কমিটির সভাপতি ধনা বাউরী, সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, বাগান ব্যবস্থাপনা কমিটির সহকারী ব্যবস্থাপক শাহ মো. কামাল ও আজমল হোসেন মজুমদার, শ্রীমঙ্গলস্থ শ্রম দপ্তরের সহকারী পরিচালক মো. সোয়েল আজিম, চা বাগান স্টাফ এসোসিয়েশনের মাহবুব রেজা ও মন্তাজ সিদ্দিকী এবং মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আসিদ আলীকে সদস্য করে ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

অভিযোগ বিষয়ে ফুলবাড়ি চা বাগানের প্রধান করণিক সায়েদ আহমদ বলেন, সত্যিকারভাবে কিছুই আমি জানি না। শ্রমিকরা ম্যানেজমেন্টকে এ বিষয়ে অভিযোগ দিয়েছে এবং ম্যানেজমেন্ট আমার সাথে আলোচনা করার পর বিষয়টি আমি জানতে পারি। তবে কোন তথ্য প্রমাণ ছাড়াই শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সে তদন্তের পর সত্যতা জানা যাবে।

চা শ্রমিক ইউনিয়ন এর মনু-ধলই ভ্যালী কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা কর্মবিরতির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। এরপর শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছে।
    
ফুলবাড়ি চা বাগানের জেনারেল ম্যানেজার লুৎফুর রহমান বলেন, এম আহমদ গ্রুপ শ্রমিকদের দৈনিক হাজিরায় সর্বোচ্চ উপস্থিতি, আন্তরিকতা এসব বিষয় যাচাই বাছাই করে অস্থায়ী থেকে ১০ জন শ্রমিককে স্থায়ীকরণ করে। ১০ জনের মধ্যে ৬ জনের কোন আপত্তি নেই। চারজন আপত্তি তোলেছেন। এ বিষয়টি সম্পূর্ণ ম্যানেজমেন্ট করে থাকে। সেখানে কোন শ্রমিকের পক্ষ থেকে প্রধান করণিককে টাকা দেয়ার অভিযোগ আগে কখনো কেউ বলেননি।

 তিনি আরও বলেন, তাদের অভিযোগের প্রেক্ষিতে ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করা হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.