Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলের ইসকন মন্দিরে চুরি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৬ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৬ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার সবুজবাগ এলাকার ইসকন পরিচালিত শ্রী শ্রী নিতাই গৌর জিউর মন্দিরের গুন্ডিচা মন্দিরে এই চুরির ঘটনাটি ঘটে।

ইসকন শ্রীমঙ্গলের প্রচার সম্পাদক নিতাই দাস সিলেটটুডেটোয়েন্টি ফোরকে বলেন, রথযাত্রা উপলক্ষে মন্দিরে নয় দিনব্যাপী অনুষ্ঠান চলছে। শনিবার দিবাগত রাতে চোরেরা মন্দিরের পিছনের দিকের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে। মন্দিরের কাঠের দান বাক্স মন্দিরের পিছনে নিয়ে গিয়ে ভেঙ্গে আনুমানিক ২৫ হাজার টাকা নিয়ে যায়। এসময় কীর্তনে ব্যবহৃত বাদ্যযন্ত্রসহ বেশ কিছু মূল্যবান দ্রব্যাদি চুরি করে নিয়ে যায় তারা।

এদিকে ঘটনার পর পরই প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতিও চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.