Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৬ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে আদমপুর পাইওনিয়ার কিন্ডারগার্টেন স্কুলের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়।

স্কুলের অভিভাবক কমিটির সভাপতি সমিজ মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক মুসলিমা সুলতানার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহবায়ক মুজিবুর রহমান রঞ্জু, বি এন ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির আহমেদ ভুইয়া, সাংবাদিক শাব্বির এলাহী, সাংবাদিক জয়নাল আবেদীন, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহ, তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন আহমেদ ও আধকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল গণি দুলাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সালিক আহমেদ ভ‚ঁইয়া, অধ্যক্ষ শেখ লতিফুর রহমান, এসএমসি সদস্য রঞ্জিত অধিকারী, শিক্ষক  মনজুর আহমেদ জুবেল, রাহেল আহমেদ প্রমুখ।

পাইওনিয়ার কিন্ডারগার্টেন থেকে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দশ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই পাইওনিয়ার কিন্ডারগার্টেন প্রত্যেক পাবলিক পরীক্ষায় সাফল্যে দিকে এগিয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.