Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে নিরুত্তাপ হরতাল

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৭ জুলাই, ২০১৯

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। তবে এ হরতালে নিরুত্তাপ ছিলো মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা। সকাল থেকেই রাস্তাতে স্বাভাবিক নিয়মেই চলছিলো গাড়ি। রাস্তায় দেখা যায় নি কোন পিকেটারকে।

রোববার সকাল ৬টা থেকে শুরু হয়। চলে দুপুর দুইটা পর্যন্ত। বাম গণতান্ত্রিক জোটের এই হরতালের প্রতি নৈতিক সমর্থন দিয়েছিল বিএনপি।

সকাল থেকেই শ্রীমঙ্গলের দুই প্রধান সড়ক মৌলভীবাজার সড়ক ও হবিগঞ্জ সড়কে চলছিলো দূরপাল্লার যানবাহন।

শ্রীমঙ্গল বাস মালিক সমিতির সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতই নিয়মিত বিরতিতে তাদের গাড়িগুলো সড়কে চলেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটে নি।

শ্যামলী পরিবহনের শ্রীমঙ্গল কাউন্টারের ম্যানেজার রিংকু সরকার জানান, আমাদের শিডিউলের তিনটি গাড়ি যথাসময়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

এদিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, রেলযোগাযোগ স্বাভাবিক আছে। আন্তঃনগর ও লোকাল ট্রেনগুলোও যথাসময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ তৎপর রয়েছে। হরতাল অবরোধে এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

এদিকে বাম গণতান্ত্রিক জোটের ভাষ্য, অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে। সিএনজির দাম বাড়ানোর ফলে পরিবহনব্যয় বেড়ে যাবে। শিল্পকারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর কারণে শিল্পপণ্যের দাম বাড়বে। এ বিষয়গুলোর প্রতিবাদেই তারা আজ হরতাল ডেকেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.