Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে পাথর ছুঁড়ে ‘পাগল’, গার্ড আহত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৭ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে পাথর ছুঁড়ে গুরুতর আহত হয়েছেন আখাউড়া হেডকোয়ার্টার রেলওয়ে পরিচালক (গার্ড) এসএম আবদুল কুদ্দস।

শনিবার সন্ধ্যায় আখাউড়া-সিলেট রেলপথের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে।

পাথর ছুঁড়ে মারা ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েন রেলওয়ের স্টেশন মাস্টার জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, স্টেশনে বসা এক পাগল পাথর ছুঁড়ে মারে। পাগল হওয়ায় তাকে কেউ ধরতে যায়নি।

আহত আবদুল কুদ্দুস কমলাপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে রোববার আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. খলিলুর রহমান নিশ্চিত করেছেন।

জানা গেছে, যাত্রীবাহী জালালাবাদ (ডাউন-১৪) মেইল ট্রেন নিয়ে সিলেট থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাচ্ছিল। ওই ট্রেনে গার্ডের (পরিচালক) দায়িত্ব পালন করছিলেন আখাউড়া হেডকোয়ার্টার রেলওয়ে পরিচালক এসএম আবদুল কুদ্দুস।

ট্রেনটি শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন যাত্রা বিরতি শেষে ছেড়ে দক্ষিণ আউটার সিগন্যালের কাছে পৌঁছালে এক ব্যক্তি ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে। একটি পাথর ট্রেনের গার্ড আবদুল কুদ্দুসের বাহু ঘষে কপালে গিয়ে ঠেকে। এতে তিনি গুরুতর জখম হন। এসময় তার কপালে গভীর জখমের কারণে প্রচুর রক্তক্ষরণও হয়।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট খলিলুর রহমান জানান, পাথরের আঘাতে গার্ডের কপালে ৮টি সেলাই দেয়া হয়েছে। এ ধরনের অপ্রীতিকর ঘটনা অত্যান্ত দুঃখজনক। অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.