Sylhet Today 24 PRINT

উদ্ধার হওয়া তক্ষক লাউয়াছড়ায় অবমুক্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৯ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া তক্ষককে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) রাত ৯টার দিকে কমলগঞ্জের জানকিছড়ার রেসকিউ সেন্টারের সামনে তক্ষকটিকে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার মোনায়েম হোসেন, শ্রীমঙ্গল থানার এসআই আব্দুল মালিক, লাউয়াছড়ার বিট কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার মোনায়েম হোসেন জানান, ৭ জুলাই সন্ধ্যায় শ্রীমঙ্গল থানার পুলিশ তক্ষক পাচারকারী দলের কাছ থেকে তক্ষকটি আটক করে। পরদিন আদালতের মাধ্যমে তক্ষকটি আমাদের কাছে আসে। আমরা তক্ষকটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে দিয়েছি।

তিনি আরও বলেন, তক্ষক পাচারের কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.