Sylhet Today 24 PRINT

বিট পুলিশিং ব্যবস্থা জনগণের প্রত্যাশা পূরণ করবে: ডিআইজি

মাধবপুর প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় ও আলোচনা সভায়  সিলেটের ডিআইজি  কামরুল আহসান বলেছেন, বিট পুলিশিং এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে পুলিশের সেবা ও যোগাযোগ বৃদ্ধি পাবে। জনগণের সাথে পুলিশের দূরত্ব ঘুচাতে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে।

তিনি বলেন, এ ব্যবস্থার মাধ্যমে মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীকে চিহ্নিত করা সহজ হবে। বিট পুলিশিং ব্যবস্থা জনগণের সকল প্রত্যাশা পূরণ করবে। তাদেরকে চিহ্নিত করে তড়িৎ আইনের আওতায় আনতে বিট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

শনিবার (১৩ জুলাই) সকালে মাধবপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় হবিগঞ্জের এসপি মোহাম্মদ উল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধবপুর- চুনারুঘাট সার্কেলের এএসপি মো. নাজিম উদ্দিন, মাধবপুররের নবাগত ওসি কে এম আজমিরুজ্জামান, আওয়ামী লীগ সহ-সভাপতি রহম আলী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, মো. আপন মিয়া, আরিফুর রহমান আরিফ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন প্রত্যেক ইউনিয়নের বিট পুলিশিং কার্যক্রমের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.