Sylhet Today 24 PRINT

লাউয়াছড়ার রেললাইনে গাছ, ট্রেন চলাচলে বিঘ্ন

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৫ জুলাই, ২০১৯

টানা বৃষ্টিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় রেলপথের ওপর শিকড়সহ গাছ উপড়ে পড়ে সিলেটের সঙ্গে ট্রেন চলাচল কিছু সময় বন্ধ থাকে।

সোমবার (১৫ জুলাই) সকালে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছিল।

জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টির পর রোববার রাতের ভারী বৃষ্টিতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর একটি বড় গাছ শিকড়সহ উপড়ে পড়ে রেলপথের ওপর। আজ সোমবার সকাল সাড়ে আটটা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ের গণপূর্ত বিভাগের (পথ) ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মনির হোসেন বলেন, রেলকর্মীরা পড়ে থাকা গাছটি কেটে সরানোর পর সকাল ৯টা ৪০ মিনিটে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, পাহাড়ি এলাকায় গাছ পড়ায় কালনি এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা ভানুগাছ স্টেশনে আটকে পড়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.