Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে স্কুলের ভেতরে হাঁটু পানি, তবু চলছে পাঠদান

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৫ জুলাই, ২০১৯

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জ জেলার বিভিন্ন নদ-নদীর বৃদ্ধি পাচ্ছে পানি। কুশিয়ারা ও খোয়াই নদীর পর এবার করাঙ্গী নদীর পানিও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পেয়ে হাট বাজার ঘর-বাড়িসহ স্কুল কলেজ তলিয়ে যাচ্ছে। এছাড়াও রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ার কারণে বিচ্ছিন্ন হচ্ছে সড়ক যোগাযোগ ব্যবস্থাও। এদিকে, স্কুলগুলোতে পানি উঠার ফলে ব্যাহৃত হচ্ছে পাঠদান।

সরেজমিনে বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি হাই স্কুলে গিয়ে দেখা যায়, স্কুলের শ্রেণীকক্ষে ঢুকে পড়েছে পানি। এরই মধ্যে আবার কিছু সংখ্যক শিক্ষার্থী পানির মধ্যেই ক্লাস করছে।

দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেব জানান, করাঙ্গী নদীর উজান থেকে ধেয়ে আসা পানি ক্রমেই বেড়ে চলেছে। যে কারণে স্কুলের মাঠ ডুবে এবার ক্লাস রুমে প্রবেশ করছে পানি।

তিনি বলেন, স্কুল বন্ধ ঘোষণা করা হয়নি। তবে শিক্ষার্থী নেই বললেই চলে। গুটিকয়েক শিক্ষার্থী সোমবার ক্লাসে এসেছে। তাদেরকে স্কুলের দু’তলায় ক্লাস নেয়া হয়েছে। এ ছাড়াও স্কুলের ভেতরে বন্যার পানি প্রবেশ করা ফলে স্কুলের অনেক মূল্যবান জিনিসপত্র নষ্ঠ হয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, খবর পেয়ে সোমবার বিকেলে স্কুলটি পরিদর্শনে যান বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। শিক্ষার্থীরা জানান, বন্যার পানি সোমবার সকাল থেকেই বাড়ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.