Sylhet Today 24 PRINT

বড়লেখায় ৩ শিবির কর্মী গ্রেফতার

সিএনজি অটরিকশায় আগুন দেয়ার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে

বড়লেখা প্রতিনিধি |  ২২ জানুয়ারী, ২০১৫


মৌলভীবাজারের বড়লেখায় ২০ দলের ডাকা অবরোধ চলাকালে সিএনজি-অটোরিকশা পুড়ানোর সাথে সম্পৃক্ততার সন্দেহে বুধবার রাতে পুলিশ ৩ যুবককে গ্রেফতার করেছে। এরা হচ্ছে উপজেলার দক্ষিণভাগ গাংকুল গ্রামের মৃত অইছ আলীর ছেলে আব্দুস শুকুর (৩৫), কাঁঠালতলী গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে সুনাম উদ্দিন (২২) ও মছব্বির আলীর ছেলে আরিফ আহমদ আলিফ (২৫)।

থানা পুলিশ জানায়, ২১ জানুয়ারি বুধবার রাতে উপজেলার রতুলি বাজারের কুমারপাড়া এলাকায় দুর্বৃত্তরা একটি সিএনজি-অটোরিকশা পুড়ায়। ঘটনার পর পর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ যুবকে গ্রেফতার করে। গাড়ী পুড়ানোর ঘটনায় অটোরিকশা চালক রোশন আহমদ বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলা নং-১১, তাং-২২/০১/২০১৫ইং।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা জামায়াত-শিবিরের কর্মী।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.