Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বন্যা প্রতিরোধে হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে

ত্রাণ বিতরণকালে জানালেন প্রতিমন্ত্রী এনামুর রহমান ও উপমন্ত্রী এনামুল হক শামীম

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৭ জুলাই, ২০১৯

মৌলভীবাজারে বন্যায় ক্ষতগ্রিস্থদরে মাঝে ত্রাণ বতিরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম।

এ সময় ত্রান প্রতিমন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী জেলায় দুর্যোগ সহনীয় ঘর তৈরি করে দেয় হবে। বন্যা প্রতিরোধের জন্য এক হাজার দুই কোটি টাকার বাঁধ রক্ষা প্রকল্প নেওয়া হয়েছে।

এসময় তাঁরা মৌলভীবাজার জেলার মনু নদীর উভয় তীর মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া রক্ষায় এক হাজার দুই কোটি টাকার বাঁধ প্রতিরক্ষা প্রকল্প পরর্দিশন করেন।

সকালে জেলার রাজনগর উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করে তারা বলেন, ত্রাণ পর্যাপ্ত রয়েছে কোন সংকট নেই।

উপজেলার উত্তরভাগ ইউনিয়নে ত্রাণ বিতরণকালে ত্রাণ প্রতিমন্ত্রী জানান এ পর্যন্ত ৬৫০মে. টন চাল, সাড়ে ৯লক্ষ টাকা, ৭হাজার প্যাকেট শুকনো খাবার দেয়া হয়েছে। বন্যা দূর্গতের মাঝে আগামি ঈদে ১৫ কেজি করে চাল দেয়া হবে। এছাড়া দূর্গত এলাকার গবাদীপশু রক্ষণাবেক্ষনের জন্যও বরাদ্ধ দেয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রাণ সচিব, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.