Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময় সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৮ জুলাই, ২০১৯

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য সেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হবিগঞ্জ সড়কে সমিতির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, স্বজন (স্বচ্ছতার জন্য নাগরিক) ও সনাক (সচেতন নাগরিক কমিটি) এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সনাকের সভাপতি সৈয়দ নেসার আহমেদের সভাপতিত্বে ও সনাকের সৈয়দ ছায়েদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) শাহিদুল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের পরিচালক জহির শামীম, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী শিবু লাল বসু, মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পর্যটন সেবা সংস্থার আহ্বায়ক আবু সিদ্দিক মো. মুসা, শ্রীমঙ্গল জাসদের সভাপতি হাজী এলেমান কবীর, শ্রীমঙ্গল সনাকের সহ সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।

পল্লী বিদ্যুতের জেসারেল ম্যানেজার উপস্থিত গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং গ্রাহকদের অভিযোগগুলো শুনেন

পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী শিবু লাল বসু মতবিনিময় সভায় বলেন, দুর্নীতির বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। আপনারা দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না।

আমাদের দেশে যদি দুর্নীতি কমানো যায়, দেশ আরো উন্নত হবে। ধর্ষণ খুন রাহাজানি এখন মহামারির মত হয়ে যাচ্ছে। আমরা এসবের কিছুই করতে পারছি না।

গ্রাহকদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আপনাদের সমস্যা আমাকে বলবেন, আমি সেটা সমাধান করে দেবো। আমরা যদি স্বচ্ছ থাকি তাহলে কোন সমস্যাই সমাধানের অযোগ্য হবে না।

মুজিব বর্ষে পল্লী বিদ্যুৎ সেবা সপ্তাহ পালন করবে, আমরা প্রতিটি গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবো।

আমাদের ৯৯ শতাংশ গ্রাহক নিয়মিত বিল পরিশোধ করেন। গত তিন বছরে আমরা বিল আদায়ের টার্গেট পূরণ করতে পেরেছি ৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.