Sylhet Today 24 PRINT

দুই ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

কুলাউড়া প্রতিনিধি |  ২০ জুলাই, ২০১৯

ফাইল ছবি

সিলেটের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ আবার শুরু হয়েছে। বগি লাইনচ্যুত হয়ে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (২০ জুলাই) সকাল পৌনে নয়টায় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।

ট্রেনটি মৌলভীবাজারে কুলাউড়া জংশন রেলস্টেশনে ঢোকার সময় এ দুর্ঘটনা ঘটে।

শমশেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার কবির আহমদ জানান, সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশন ত্যাগের পর একটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধারের পর সকাল ১০টা ৪০ মিনিট থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রসঙ্গত, একদিনের ব্যবধানে আজ আবার বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটলো। শুক্রবার দুপুর ১২টার দিকে কুলাউড়া রেলওয়ে স্টেশনের পয়েন্ট (কয়েকটি রেলপথের সংযোগস্থল) এলাকায় জয়ন্তিকা ট্রেনটির যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.