Sylhet Today 24 PRINT

ছাতকে মৎস্য বিভাগের অভিযান, কারেন্ট জাল ধ্বংস

ছাতক প্রতিনিধি |  ২০ জুলাই, ২০১৯

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলা মৎস্য বিভাগ সুরমা নদীসহ ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন বিল-হাওরে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল আটক করা হয়েছে।

শনিবার (২০ জুলাই) সকালে এ অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোখলেছুর রহমান এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল।

পরে আটককৃত ৬৬ হাজার মিটার জাল শনিবার (২০জুলাই) বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীলের উপস্থিতিতে গনেশপুর খেয়া ঘাটে আগুনে পুড়িয়ে এসব জাল ধ্বংস করা হয়েছে।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, থানা পুলিশ ও মৎস্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.