Sylhet Today 24 PRINT

সুরমা ও কুশিয়ারা নদী খনন করা হবে: জাহিদ ফারুক

জকিগঞ্জ প্রতিনিধি |  ২০ জুলাই, ২০১৯

নদী ভাঙন রোধে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদী খনন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

শনিবার (২০ জুলাই) দুপুরে সিলেটের জকিগঞ্জে বিভিন্ন নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সুরমা এবং কুশিয়ারা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর ভাঙন বাড়ছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

জাহিদ ফারুক বলেন, পুরো দেশের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। যখনই যেখানে যা কিছু প্রয়োজন দেখা দিচ্ছে সরকার তার ব্যবস্থা করছে। বন্যা দুর্গত এলাকাগুলোতে পর্যাপ্ত ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে।

জকিগঞ্জের শরিফাবাদ ও আমলশীদ এলাকায় নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

এ সসময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান,সিলেট জোনের প্রধান প্রকৌশলী মো. নিজামুল হক, সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউর রহমান, সিলেট জোনের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুজ্জামান সরকার ও জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.