Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে কমছে কুশিয়ারার পানি

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২০ জুলাই, ২০১৯

গত তিনদিন থেকে বৃষ্টি না হওয়াতে কমতে শুরু করেছে কুশিয়ারায় পানি। সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে (১৭৪) কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১২৩ সেন্টিমিটার উপরে উঠেছিল। তা নেমে শনিবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় ১০৯ সেন্টিমিটারে এসেছে।

গত তিন দিনে ১৫ সেন্টিমিটার পানি কমেছে।

পানি কবলেও পানিবাহিত রোগের শঙ্কা দেখা দিয়েছে। তবে পানিবাহিত রোগ প্রতিরোধে মাঠ পর্যায়ে প্রস্তুত মেডিক্যাল টিম রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

১০ জুলাই থেকে ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বেড়ে বুধবার (১৭ জুলাই) বিপদসীমার ১২৩ সেন্টিমিটার উপরে উঠেছিল।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসীম উদ্দিন জানান, পানি নামতে শুরু করেছে। আশা করি সপ্তাহ খানেকের ভিতর বন্যা পরিস্থিতি কাটিয়ে উটতে পারব। তবে এখন জরুরী বন্যা পরবর্তী রোগ দেখা দেবে তার জন্য ও আমরা সাতটি মেডিকেল টির করে রেখেছি এবং তারা কাজ করছে বলে জানান ইউএনও জসিম উদ্দিন।

এছাড়া সরকারি বরাদ্ধের  ৫ মেট্রিক টনসহ মোট ২৬ মেট্রিক টন চাল উপজেলার ৫ টি ইউনিয়নে প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.