Sylhet Today 24 PRINT

২৫ জুলাই থেকে মশক নিধনে নামবে সিলেট সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুলাই, ২০১৯

সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ২৫ জুলাই থেকে মশক নিধনে নামবে সিলেট সিটি করপোরেশন। ৩১ জুলাই পর্যন্ত চলবে এই মশক নিধক ও পরিচ্ছন্নতা কার্যক্রম। এ উপলক্ষে সিলেট সিটি করপোরেশন সপ্তাহ ব্যাপী ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে।

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি;  পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ করি মশার বিস্তার; ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই’ স্লোগানগুলো অনুসরণ করে মশক নিধক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ শাখা জানায়, কর্মসূচীর মধ্যে রয়েছে র‌্যালি, ব্যাপক প্রচারণাসহ নগরীর ২৭টি ওয়ার্ডের সকল ছড়া, ড্রেন, নালা, খাল, জলাশয়, পুকুর ইত্যাদি স্থানে মশার ওষুধ ছিটানো হবে।

এ লক্ষে সিলেটের নাগরীকদের বাসা বাড়ীর আঙ্গিনার ঝোপ-ঝাড়, জঙ্গল, পুকুরের কচুরিপানা নিজ দায়িত্বে পরিষ্কার করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে সিসিকের পক্ষ থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.