Sylhet Today 24 PRINT

জুতা তর্কে সহপাঠী খুন: ১০ জনকে আসামী করে মামলা

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুলাই, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সহপাঠীর আঘাতে তানভির হোসেন তুহিন (১৯) নামে শিক্ষার্থী খুনের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ১০ জনকে আসামী করে বুধবার রাতে (২৪ জুলাই) রাতে মহানগর পুলিশের মোগলাবাজার থানায় এ মামলাটি দায়ের করেন নিহতের চাচা নাজিম উদ্দিন।

মামলার ব্যাপারটি মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন নিশ্চিত করে বলেন, নিহতের চাচা বাদি হয়ে বুধবার রাতেই কামরান নামে এক ব্যক্তিকে প্রধান আসামী উল্লেখ করে আরও ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় তাহের নামের একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বুধবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে কাঠের টুকরো দিয়ে সহপাঠীর মাথায় করা আঘাতে গুরুতর আহত হন তানভির হোসেন তুহিন। পরে অবস্থায় তাকে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে দুপুরে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। বিকেলে ঢাকায় যাওয়ার ফতে তিনি মারা যান।

নিহত তানভির হোসেন তুহিন গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কোনাচর দক্ষিণভাগ পলিকাপন গ্রামের মানিক মিয়ার পুত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.