Sylhet Today 24 PRINT

গুজবের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে এসএমপির র‍্যালি

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুলাই, ২০১৯

সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীতে 'পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে' এই গুজবের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুলাই) ৯টা ৪৫ মিনিটে র‌্যালিটি নগরীর এসএমপি পুলিশ লাইনস মীরের ময়দান থেকে শুরু হয়ে রিকাবীবাজার প্রদক্ষিণ করে পুলিশ লাইনসে এসে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) কামরুল আমীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস), সকল উপ-পুলিশ কমিশনার, সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সকল সহকারী পুলিশ কমিশনার, সকল থানার ওসি, পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সাংবাদিকসহ সিলেট নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় 'গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না' এ সংক্রান্ত বিভিন্ন ধরণের লিফলেট বিতরণ করা হয়।

উল্লেখ্য, সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন- স্কুল-কলেজ, মাদ্রাসাতে গুজব সংক্রান্ত জনসচেতনামূলক প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে।

এছাড়া মহানগরীর প্রতিটি থানা এলাকায় মাইকিং করে প্রচার প্রচারণা চলমান আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.