Sylhet Today 24 PRINT

নগরীর ফুটপাত দখলমুক্ত করতে ফের অভিযানে সিসিক

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুলাই, ২০১৯

সিলেট নগরীর ফুটপাত দখল করে ব্যবসা বন্ধে ফের উচ্ছেদ অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। রবিবার দুপুরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় নগরীর কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা সড়কে থাকা শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। জব্দ করা হয় বেশ কয়েকটি হাতাগাড়ী। পরে জব্দকৃত হাতাগাড়ী ও আসবাবপত্র বল্ডুজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।

অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, ফুটপাত দখল করে ব্যবসা না করতে বার বার উচ্ছেদ অভিযান চালালেও হকাররা কোন শক্তির বলে ফের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করছে এমন প্রশ্ন রেখে মেয়র বলেন, রাস্তা ও ফুটপাত দখল করে যতবার ব্যবসা করবে ততবার বল্ডুজার দিয়ে গুড়িয়ে দেয়া হবে। তিনি বলেন, যারা নগরীর বাসিন্দাদের সুখ, শান্তি চায় না, তারাই ফুটপাত দখল করে হকারদের ব্যবসা-বাণিজ্য করতে শেল্টার দিচ্ছে।

মেয়র বলেন, নগরীর বাসিন্দাদের স্বাচ্ছন্দ্যে চলাফেরা ও তাদের হাঁটার অধিকার ফিরিয়ে দিতে এমন অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে সিসিকের অন্যান্য কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.