Sylhet Today 24 PRINT

ডেঙ্গু প্রতিরোধে দিরাইয়ে প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান

দিরাই প্রতিনিধি |  ০৩ আগস্ট, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ে ডেঙ্গু রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ভবন প্রাঙ্গণ থেকে 'ডেঙ্গুর বিরুদ্ধে আতঙ্ক নয়, সচেতনতার মাধ্যমে প্রতিরোধ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা স্কাউটের আয়োজনে পৌর শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে সকল শ্রেণি পেশার মানুষকে ডেঙ্গু রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক, দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়নের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের প্যানেল মোহন চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি কেএম নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুল হালিম, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ প্রমুখ।

এছাড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকেও মাইকিং করানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.