Sylhet Today 24 PRINT

ছাতকে নিখোঁজের দশদিন পর কিশোরের কঙ্কাল উদ্ধার

ছাতক প্রতিনিধি |  ০৫ আগস্ট, ২০১৯

সুনামগঞ্জের ছাতকে নিখোঁজের দশদিন পর কিশোরের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তারেক আহমদ (১৭) নামের ঐ কিশোর গত (২৭-জুলাই) থেকে নিখোঁজ হয়েছিলো। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডিগারকান্দি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

সোমবার (৫আগষ্ট) সন্ধ্যায় সুহিতপুর হাওর থেকে তার কঙ্কাল এবং ব্যবহৃত কাপড় উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, তারেক আহমদ ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নের সুহিতপুরস্থ সালাম এন্ড বাদার্সে গৃহকর্মীর কাজ করতো। ঘটনার দিন সকালে সে মাছ শিকারের উদ্দেশ্যে হাওরে গেলে সে নিখোঁজ হয়।

সালাম এন্ড বাদার্সের প্রোপাইটর জামাল উদ্দিন জানান, তারেক আহমদ তাদের বাসায় কাজ করতো সে আলাদা ঘরে থাকতো। প্রত্যেকদিন ৯টার দিকে নাস্তা করার জন্য তাদের বাসায় আসতো ঐদিন ১২টা পর্যন্ত অপেক্ষা করে তার ঘর তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। মোবাইল ফোনে যোগাযোগ করেও তার সংযোগ বিচ্ছিন্ন ছিলো। তখন থেকেই সে নিখোঁজ রয়েছে।

এব্যাপারে গত (২৮-জুলাই) ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা মুজিবুর রহমান।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, হাওর থেকে একটি কঙ্কাল পাওয়া গেছে প্রাথমিক আলামতে ধারণা করা হচ্ছে এটা নিখোঁজ তারেক আহমেদের হতে পারে। ময়নাতদন্তের মাধ্যমে আসল ঘটনা জানা যাবে।

তবে তারেক আহমদের পিতা মুজিবুর রহমান উদ্ধারকৃত কঙ্কাল এবং কাপড় তার ছেলের বলে নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.