Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ভোক্তা অধিকারের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৮ আগস্ট, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছ। ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার সেন্ট্রাল রোড, সোনার বাংলা রোডসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স।

অভিযানকালে সেন্ট্রাল রোডে অবস্থিত সামাদ মশলার মিলকে ৫ হাজার টাকা, সোনার বাংলা রোডে অবস্থিত বিপ্লব মশলার মিলকে ৩০ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মশলা তৈরি করা, মশলার সাথে ক্ষতিকর রং মিশিয়ে মশলা তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.