Sylhet Today 24 PRINT

কুলাউড়া থানার এএসআইকে প্রত্যাহার

কুলাউড়া প্রতিনিধি |  ০৮ আগস্ট, ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরায় সম্প্রতি ডাকাতির ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের এএসআই মো. ওয়াসিমকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) কুলাউড়া থানা পুলিশের আয়োজনে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমদ পিপিএম (বার) এর সাথে সুধীজনদের মতবিনিময় সভায় এক ব্যবসায়ী নেতার অভিযোগে এএসআই ওয়াসিমকে তাৎক্ষণিক প্রত্যাহারের ঘোষণা দেন এসপি।

জানা যায়, মতবিনিময় সভায় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম পুলিশ সুপারকে অভিযোগ করে বলেন, সম্প্রতি উপজেলার ভাটেরার খাঁরপাড়া গ্রামে গভীর রাতে সুপ্রিম কোর্টের এক আইনজীবী খালেদ আহমদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় টহলের দায়িত্বে ছিলেন কুলাউড়া থানার এএসআই মো. ওয়াসিম। ডাকাতির খবর পেয়ে ওয়াসিম ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক বিষয়টির গুরুত্ব দেননি। তিনি তখন ওয়ারেন্টের আসামি ধরতে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান। পরদিন সকালে ওসিসহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।’

ব্যবসায়ী নেতার অভিযোগের প্রেক্ষিতে এসময় এসপি মো. ফারুক আহমদ ওই এএসআইকে তাৎক্ষণিক জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেন।

পুলিশ সুপার বলেন, ‘বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে দায়িত্ব গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.